প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঈদ উপহার পেয়ে পঙ্গু খালেকের চোখে আনন্দে অশ্রু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়ে হবিগঞ্জের মাধবপুরে পঙ্গু খালেক মিয়ার চোখে আনন্দে অশ্রু। মাধবপুরে খালেক মিয়া দীর্ঘদিন ধরে পঙ্গু জীবন যাপন করছেন। নেই ভিটে মাটি, মাথা গোঁজার ঠাঁই।
অন্যের বাড়িতে পরিবার নিয়ে তার সংগ্রামী জীবন যাপন চরম কষ্টের। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্প তার সুখের হাতছানি দিয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, রান্নাঘর, বাথরুম, বিদ্যুৎ সংযোগসহ সুপেয় পানির ব্যবস্থা পেয়ে খালেক মিয়ার আনন্দে অশ্রু ঝরছিল।
এখন তার আর পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হবে না। আগে যার নুন আনতে পান্তা ফুরোনোর চিন্তায় অস্থির থাকতো, আজ সে সুন্দর পরিপাটি ঘরে বাস করার সুযোগ পেয়েছে। এ আনন্দে তার দুচোখ গড়িয়ে পানি পড়ছিল।
গত ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের হাত থেকে ঘরের ও জায়গার দলিল ও কাগজপত্র হাতে পেয়েই দুহাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করলেন।
গত ২৬ এপ্রিল পর্যন্তও যার কোন জমি ছিল না। জমিহীন, গৃহহীন খালেক মিয়ার কপালে চিন্তার ভাজ পড়তো, তার দুটি শিশু সন্তানের মাথা গোঁজার ঠাঁই নিয়ে চিন্তিত ছিলেন। মানুষের সাহায্য সহযোগীতায় খালেক মিয়ার পরিবার পরিজন নিয়ে চলত টানাপোড়নের জীবন।
জমি ক্রয় ও ঘর বানানো তার জন্য ছিল দুঃস্বপ্ন। প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দলিল পেয়ে তার সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ পেল। ঘরের দলিল হাতে পাওয়ার পর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মধু মিয়ার ছেলে খালেক মিয়া সাংবাদিকদের জানান,এখন তার কোন দুঃখ নেই। সারাদিন ঘুরে যা পাই তা নিয়ে অন্তত রাতের বেলায় একটু নিশ্চিন্তে বউ পোলাপান নিয়ে নিঃশ্বাস ছেড়ে ঘুমাতে পারব।
Post Views: 295