৩০ শে এপ্রিল শনিবার বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিল।
আগামী ৩০ শে এপ্রিল শনিবার , বিকাল ০৩ টা থেকে বাঁশখালী উপজেলা গ্রীন কনভেনশন হলে, চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির উদ্যোগে, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ বোরহানউদ্দিন আল রাজী ও অনুষ্ঠান সঞ্চালনায় সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম।
বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা নিকেতন বাঁশখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক পীরে কামেল আলহাজ্ব আল্লামা শাহ্ আবদুল জলিল সাহেব দাঃবাঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী পৌরসভার সম্মানিত মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসাইন, এছাড়া উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলার ওলামা মাশায়েখ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী ও সমাজের কেটে খাওয়া সাধারণ মুসল্লীসহ সমাজের গান্যমান্য বর্গ বৃন্দ।
সোসাইটির লক্ষ উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় মহাসচিবের বক্তব্য
জনপদের উন্নয়নে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, স্বনির্ভরতা অর্জন ,দারিদ্র্য বিমোচনে বিশ্বের বুকে লাল-সবুজের পতাকাবাহী বাঁশখালী উপজেলার একদল তরুণ যুবা বুদ্ধিদীপ্ত চৌকস মননশীল মেধাবী ইমাম খতিব,ইন্জিনিয়ার,আইটিবিশেষজ্ঞ, শিক্ষক, ব্যবসায়ী সহ ভিন্ন ভিন্ন পেশার রেমিট্যান্স ফাইটার ও দেশে অবস্থানরত (দশ পার্সেন্ট) প্রতিভাবান শিক্ষক, ইমাম,খতিব, মুফতি, মুহাদ্দিস,আইনজীবী, সাংবাদিক, আর্কিটেক্ট, পেশাজীবি ব্যবসায়ীদের সমন্বয়ে অরাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্লাটফর্ম “চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটি”
চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির এই মহত আয়োজনটি সামাজিক কাজের অংশ হিসাবে সদস্যদের কল্যাণ ফান্ডের অর্থায়নে, ঐতিহাসিক মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কে আল্লাহ তা’আলার কামিয়াব করুক, আমিন।
Post Views: 311