মহেশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য প্রার্থীর হিড়িক।
কক্সবাজারের মহেশখালীতে কালার মার ছড়া ও বড় মহেশখালী দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের
হাওয়া বইতে শুরু করেছে।ইতিমধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ।এতে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন মতাদর্শন,একদিকে যেমন ছাত্র রাজনীতি অন্য দিকে গোত্র রাজনীতি প্রভাব বিস্তার করছে।
কালারমার ছড়া এবং বড় মহেশখালী ইউনিয়ন দুটি উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ। ভোট গণনায় মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় মহেশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের দুর্ঘটনার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় জনসাধারণ।
রাজনৈতিক নেতারা ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয় জনসাধারণের সাথে সময় কাটাচ্ছেন নিজেকে প্রার্থী হিসাবে পরিচয় জানান দিচ্ছে। বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় সরকার দলীয়র মধ্যে চেয়ারম্যান পদে একাধিক সম্ভব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।এতে নিজ দলের মধ্যে অন্তর্দন্দের মাত্রা বেড়েই চলছে। এ কারনে সাধারণ জনগোষ্ঠী গোলযোগের আশঙ্কা প্রকাশ করছে।
আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন গত নির্বাচনে নৌকা নিয়ে আশা সেলিম চৌধুরী নিজেকে এবারও প্রার্থীতা ঘোষণা করছেন। তাছাড়াও আখতারুজ্জামান বাবু, মোহাম্মদ জাকরিয়া,ফজলে আজিম মোহাম্মদ ছিবগাতুল্লাহ, তারেক বিন ওসমান শরীফ,মাষ্টার রুহুল আমিন, সহ আওয়ামীলীগ থেকে আরোও নাম আসতে পারে।
অন্য দিকে বিএনপি থেকে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে এখলাছুর রহমান,ও জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা ওসমান গনীর নাম শোনা যাচ্ছে ।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল (স্বতন্ত্র), আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আনোয়ার চৌধুরী, আব্দুল্লাহ আল নিশান, সিরাজ মিয়া বাঁশি, মোস্তাক তালুকদার, ইসলামী আন্দোলন থেকে বেলাল হোসাইনের নাম শোনা যাচ্ছে।