যৌথ অভিযানে-তক্ষক বিক্রির অপরাধে ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট,ঢাকার যৌথ অভিযানে সোমবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার আড়ং পাড়া মসজিদ সংলগ্ন পাকা রাস্তার মাথা থেকে মোঃ আল-আমিন(১৯)কে একটি জীবিত তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়।
আটককৃত আল আমিন সাতক্ষীরার মুড়াগাছা গ্রামের
মোঃ আজারুল শেখে ছেলে।সে দীর্ঘদিন যাবৎ বণ্যপ্রাণী বিক্রির ব্যবসা করে আসছিলো।
জানা যায়,সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ ১৩ ঘন্টা অভিযান চালিয়ে,পাচারকালে ১টি চিতা তক্ষক (Tokyo Gecko)সহ আল-আমিনকে হাতে নাতে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্য দুই তক্ষক চোরাচালানকারী পালিয়ে যায়।
পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত কুমার বিশ্বাস বণ্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী (৩৪) এর ‘খ’ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক আসামিকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং উক্ত আসামির জবানবন্দী অনুযায়ী পলায়নকৃত তক্ষক চোরাচালানকারীদের বিরুদ্ধে যথাযত আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করেন।
অভিযানে সার্বিক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন,বিভাগীয় বন কর্মকর্তা,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট,ঢাকা এর পরিচালক,এ এস এম জহির উদ্দিন আকন সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করে বিবিসিএফ সদস্য সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন।