মাধবপুরে মুক্তিযোদ্ধা সন্তানকে বিআরডিবি’র ঋণ বিতরণ।
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের সরল সুদে ঋণ প্রদান কর্মসূচীর আওতায় ফেরদৌসি আক্তার নামের এক মুক্তিযোদ্ধা কন্যাকে দেড় লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে এ ঋণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সকালে নিজ কার্যালয়ে ফেরদৌসি আক্তারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ও বিআরডিবি অফিসার এএম ফয়সল চৌধুরী।
বিআরডিবি অফিসার এএম ফয়সল চৌধুরী জানান, এই ঋণ ১ বছরে পরিশোধযোগ্য। তিনি জানান, ঋণ গ্রহীতা ফেরদৌসী আক্তার উপজেলার ধর্মঘর ইউনিয়নের কামারহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহফুজ মিয়ার কন্যা। ইতোপূর্বেও ১ লাখ টাকা ঋণ নিয়ে নিয়ম মাফিক যথাসময়ে পরিশোধ করায় আবারও তাকে বর্ধিত অংকের ঋণ দেওয়া হয়েছে।