তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।
সিরাজগঞ্জের তাড়াশে সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়েছে। দেশের সকল শিশুদের সাথে এতিম ও পথশিশুরাও যেন সমান আনন্দে ঈদ করতে পারে এবং ঈদে দিন যেন তারাও ভাল খাবার খেতে পারে ও ঈদের আনন্দ সব শিশুদের সাথে মাখামাখি করতে পারে সেই দিক বিবেচনা করেই ভিলেজ ভিশনের উদ্যোগে তাড়াশ সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
দেশী/প্রবাসী,ফেসবুক বন্ধু,বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলার সুবিধাবঞ্চিত ৫০জন এতিম ও পথ শিশুদের মাঝে (ছেলে) ঈদ পোষাক,স্যান্ডেল,টুপি,আতর ও (মেয়ে) ঈদ পোষাক,নেইলপালিশ,মেহেদী,লিপস্টিক,চুলের ফিতাসহ প্রত্যেককে সেমাই,চিনি,দুধ,মসল্লা,সাবান,শ্যাম্পু, পেষ্ট,বেলুন,চকলেট ও ১টি কওে জলপাই/পিয়ারা গাছের চারা বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলীসহ ভিলেজ ভিশনের ভলান্টিয়ারগন।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খোন্দকার।