গত বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।
আদেশে জানা যায়, ৯১ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। এই তালিকায় রয়েছেন সাবিনা আলম। সাবিনা আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি যুগ্নসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কর্মজীবনে হবিগঞ্জ জেলা প্রশাসক ছাড়াও চার বছর সরকারি কর্ম কমিশনে কর্মরত ছিলেন। তিনি সৈয়দপুর ও জয়পুরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের মা। তার স্বামী বদরে মুনীর ফেরদৌস বর্তমানে অতিরিক্ত সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত।