রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১০ অপরাহ্ন

ডিমলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন।

মোঃ হাবিবুল হাসান,ডিমলা(নীলফামারি)প্রতিনিধিঃ / ৪২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ডিমলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন।

নীলফামারীর ডিমলায় ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন করা শুরু হয়েছে। গতকাল ৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে এই কার্যক্রমের সুচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা ।

চলতি মৌসুমে ডিমলা উপজেলার দশটি ইউনিয়নে মোট ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশ ধানের বীজ-সার বিতরন করা হয়। কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর আউশ ধান আবাদের লক্ষ্যে এ উপজেলার কৃষককে বিঘা প্রতি ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হচ্ছে ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী জানান, পরবর্তী সময়ে বীজ ও সার মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর