রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

সনদ জামাতের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ানে শায়খে লক্ষিপুরী।

রিপোটারের / ৩৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

সনদ জামাতের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ানে শায়খে লক্ষিপুরী।


তাজবীদসহ স্বরের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ কে সুন্দর করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আজ তৃতীয় রমযান মুশাহিদিয়া ক্বিরাআত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর প্রধান মারকাজ ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসা মসজিদ মিলনায়তনে বোর্ডের সনদ জামাতের ছাত্রদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান দান কালে বোর্ডের সম্মানিত প্রধান উপদেষ্টা, আলিমকুল শিরোমনী, খলিফায়ে বায়মপুরী, শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী বলেন, রমযান হলো রহমত, মাগফিরাত আর নাযাত অর্জনের মাস। বেশী বেশী আমলের মাধ্যমে আমাদের কে তাক্বওয়া অর্জন করে বেহেশত হাসিল করতে হবে।

এদিকে আজ মুশাহিদিয়া বোর্ডের প্রধান মারকাজ এর সনদ জামাতের ক্লাস পরিদর্শন করেন বোর্ডের মুহতারাম সভাপতি, খলিফায়ে ফেদায়ে মিল্লাত, শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী হাফিজাহুল্লাহ। একই সাথে হযরত শায়খে দুর্লভপুরী জামেয়া পরিচালিত রমযানের বিশেষ কোর্স ”সরফ নাহু” প্রশিক্ষণ এবং ” দারসুল কুরআন “এর জামাত ও পরিদর্শন করেন।
তিনি বাদ যুহর সকল তালাবাদের উদ্দেশ্যে হেদায়াতপুর্ণ বয়ান দান কালে বলেন, আসমান ওয়ালার সাথে পবিত্র রমযান শরীফের রয়েছে নিবিড় সম্পর্ক। সুতরাং আমাদের কে সংযম, ধৈর্য্যের মাধ্যমে আমাদের কে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। হযরত শায়খে দুর্লভপুরী বলেন, আপনারা সব বিষয়ে মেহনত করে যোগ্যতা অর্জন করুন। আল্লাহর রেজামন্দী হাসিলের উদ্দেশ্যে সব কাজ করুন দেখবেন পরকালে কত বেশী পুণ্য অর্জিত হয়।

এ সময় উপন্থিত ছিলেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী হাফিজাহুল্লাহ। বোর্ডের প্রধান ক্বারী হযরত মাওলানা সাজ্জাদুর রহমান সরুফৌদী, হযরত মাওলানা কুতুবুদ্দীন জুলাই, হাফিয মাওলানা জুবায়ের আহমদ গোয়াইনঘাটী, সহকারী প্রধান ক্বারী হযরত মাওলানা শিহাবুদ্দীন বড়চতুলী, হযরত মাওলানা ক্বারী তাজ উদ্দীন মুক্তাপুরী, ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী, ক্বারী মাওলানা শুয়াইবুর রহমান সতী,ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান গোয়াইনঘাটী,ক্বারী মাওলানা আনোওয়ার হোসাইন খেলুরবন্দী,ক্বারী মাওলানা খলিলুর রহমান ধনপুরী ক্বারী মাওলানা আব্দুর রহীন সুতারগ্রামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর