উল্লাপাড়ায় পূর্ব শক্রতার জেরে ওয়ার্ড আ’লীগের সভাপতি দুর্বৃত্তোদের হামলার শিকার।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিল্ম স্টাইলে মোহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানের মাথা ফাটিয়েছে দুর্বৃত্তোরা। ৩ এপ্রিল রবিবার রাত সাড়ে ১১টার সময় ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় হাফিজ উপজেলা শহর উল্লাপাড়া থেকে সাংসারিক জরুরী কাজ শেষ করে বাড়ি ফেড়ার পথে পূর্ব পরিকল্পিত ভাবে মাহমুদপুর গ্রামের ব্রীজের পাশে ওত পেতে থাকা স্বসস্ত্র সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে মাথা, হাত ও পায়ে এ্যলোপাথারি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় আহত হাফিজের চিৎকারে তার স্বজনেরা আগাইয়া এলে দলবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাফিজ অভিযোগ করে বলেন ওই সন্ত্রাসীদের সাথে এনজিও’র শেয়ার হোল্ডারের টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ দণ্ড চলে আসছিলো। এ ব্যাপারে কয়েক দফা ইউনিয়ন পরিষদে শালিসি বৈঠক হয়।শালিসি বৈঠকে যে রায় প্রদান করেন সে রায় উপেক্ষা করে,এরপূর্বেও প্রতিপক্ষ বেশ কয়েকবার আমার উপর চড়াও হয়।পরে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ তথ্য নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ(মোক্কা) জানান, এনজিওর টাকা পয়সা নিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে হাফিজের দীর্ঘদিনের দন্ড চলছিল। বিষয় টি জানার পর আপোষ মিমাংসার লক্ষ্যে ইউনিয়ন পরিষদে কয়েক দফা শালিসি বৈঠক করা হয়। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পূণরায় বৈঠকের কথা রয়েছে। ইতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। শান্তির লক্ষ্যে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।