রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

হাসান ফাউন্ডেশন ইউ‘কের খাদ্যসামগ্রী বিতরণ।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ২৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

হাসান ফাউন্ডেশন ইউ‘কের খাদ্যসামগ্রী বিতরণ।


সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ হাসান ফাউন্ডেশন ইউ‘কে। প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুই উপজেলার দুঃস্থ পরিবার গুলোকে প্রদান করা হয়েছে রমজান ফ্যামেলি ফুড প্যাক (নিত্য প্রয়োজনীয় দব্য সামগ্রী)।

খাদ্য সামগ্রী ছিল,চাল,ডাল,চানা,খেজুর,লবন,আলু,পেঁয়াজ, তেল, রসুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বাশিরুল হাসান বশির এর সার্বিক তত্বাবধানে প্রবাসী পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ উপজেলার নাশিওয়র পুর গ্রামে অসহায় ও কর্মহীন মানুষেদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:গয়াছ মিয়া। সমাজসেবী রফাত উল্লা তালুকদারের সভাপতিত্বে ও আঙ্গুর আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,নাশিওয়র পুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফিজ নেছার আহমেদ,যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী, বিশিষ্ট সমাজসেবী হাজী আপ্তাব আলী,পূর্ব পৈলনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান আসাদ।

এ সময় বক্তব্য রাখেন,হাসান ফাউন্ডেশন ইউকের বাংলাদেশের পরিচালক মো: ইয়াওর আলী,সমাজসেবী ফয়ছল আহমদ,শেখ আলমঙ্গীর আলম,মোহন মিয়া,আব্দুুল মালিক,প্রবাসী লিঠন মিয়া,গৌছ মিয়া,স্থানীয় বাসিন্দা শেখ রুহেল আলম,আব্দুল বারিক, তফুর আলী,হিরণ মিয়া,শেখ কওছর আহমদ।

নাশিয়ারপুর জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রুহুল আমিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে উপস্থিত ছিলেন,নাশিওয়র পুর দিঘিরপার জামে মসজিদের মোয়াজ্জিন হাজী দুদু মিয়া,হাসান ফাউন্ডেশনের প্রতিনিধি লিঠন মিয়া, জামাল উদ্দিন টেনাই,সাহেদ আলী,মাহমদ আলী,নেছাওর আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তরা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে হাসান ফাউন্ডেশন ইউকে সব সময় এলাকার অবহেলিত মানুষের কল্যানে কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দুই উপজেলার প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এমন মহত উদ্যোগ অব্যাহত রাখার আহব্বানের পাশাপাশি অসহায়দের কল্যাণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহব্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর