মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবী শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের সমাবেশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) জুমআ নামাজের পরপরই শ্রীমঙ্গল রেলস্টেশন জামে মসজিদ থেকে মিছিলটি বের করে মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রড প্রতিবাদে মিছিল দিয়ে পরে চৌমোহানা এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে মিছিল ও সমাবেশে উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবদুল মতিন এর পরিচালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের মৌলভীবাজার জেলা পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা এম এ রহীম নোমানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজি মাওলানা শিহাব উদ্দিন। জনাব এনাম উল্লাহ খান রুবেল ও মাওলানা মাসুক আহমদ সহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী সদস্য মাহবুবুল আলম বাসার আজিজুর রহমান ফটিক।
সমাবেশে বক্তারা বলেন-মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘণে করতে হবে।
Post Views: 316