সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মোজাককার হোসেন চৌধুরী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ আহবায়ক রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান এইচ, এম ইদ্রিস আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য ৬৩ সিরাজগঞ্জ -২ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষা বান্ধব সরকার এ সরকার শিক্ষা প্রসারে ও উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। মেয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদান এবং উপবৃত্তি দ্বিগুণ করার জন্য ও আরো সুযোগ -সুবিধা বাড়াতে এ সরকার কাজ করে যাচ্ছেন । মেয়েরা সু- শিক্ষিত হলে দেশও জাতি আরো এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মোঃ নূরুল হক, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, মোছাঃ রেহানা পারভীন, প্রভাষক শেখ মোর্তুজা আল কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন, রাষ্ট্র বিগান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শামীম আরা, উম্মে মাকসুদা গণিত বিভাগের সহযোগী সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী সালাউদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বেগ সোহেল মাহমুদ, পর্দার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন সেখ সহ প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারি ও কলেজের সকল শিক্ষার্থীরা।
উক্ত বার্ষিক ক্রীড়া ২৩ ইভেন্টে খেলাধূলা ও সাহিত্য -সংস্কৃতির ২০ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।