ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (চদা)আফিয়া খাতুন কে বিদ্যালয়ের উদ্দ্যোগে( গত ২৯/৩/২০২২) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি চুনু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্টিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফিজ জামাল উদ্দিন, সাবেক মেম্বার শমসির আলী,বিশিষ্ট মুরব্বী সুন্দর আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল আলী,সহকারী শিক্ষক লাভলী বেগম,ম্যানেজিং কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন,কুয়েত প্রবাসী আবেদ আলী,আবু বক্কর,জাকির আহমদ,রশিদ আহমদ,আঙ্গুর আলী,আজির উদ্দীন প্রমুখ।
সংবর্ধনা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে হাফিজ জামাল উদ্দীন জামাল, শিক্ষক ফজলুল করিম বকুল,কুয়েত প্রবাসী আবেদ আলী ও আবু সাঈদ কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।