রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

নাগরপুরে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা।

মোঃ আব্দুল্লাহ খিজির নাগরপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি। / ৩৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

নাগরপুরে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা।


টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ মঙ্গলবার ১২ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এ-র সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃহাবিবুর রহমান হবি এ-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সম্মানিত সদস্য সাবেক প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক। নাগরপুর দেলদুয়ারের প্রিয় নেতা এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দীর্ঘদিন প্রতীক্ষার পর ৭ জন যুগ্ম আহবায়ক ও ৪৬জন সদস্য করে নবগঠিত আহবায়ক কমিটির ঘোষণা করে।

আহবায়ক কমিটির নাম উল্লেখ করে সকলকে হাত উঠিয়ে পরিচিয় করিয়ে দেন তাদের নামের তালিকা ক্রমিক অনুসারে
উপজেলা বিএনপির সিঃযুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম স্বপন,এম ফিরোজ ছিদ্দিকী, ইন্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা,মীর আবুল কালাম আজাদ রতন,খঃ ওয়াহিদ মুরাদ,রফিজ উদ্দিন মিয়া,
উক্ত কমিটির আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক ও সদস্যদের সকলেকে প্রধান অতিথি গৌতম চক্রবর্তী শুভেচ্ছা জানিয়ে বলেন। আগামী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করে ঘরে ফিরবো এ-ই আশা ব্যক্তকরেন।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক ভিপি তোফায়েল আহমেদ বাছেদ,শরীফ উদ্দিন আরজু,সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,নবগঠিত উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসলাম ও সদস্য সচিব মনির হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর