নওগাঁয় জাতীয় শাপলাকুরি একডেমি পুরস্কার প্রতিযোগিতা গৌরব অর্জন।
নওগাঁ জেলা নৃত্য রং,একাডেমির ক্ষুদে নৃত্য শিল্পীরা ১২ তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগীতা শাপলাকুড়ি ২০২১ ক বিভাগে নৃত্য কলার বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা করে সফলতা অর্জন করেছে।
প্রতিযোগিতাথনৃত্যরং একাডেমি নওগাঁ এর ছাত্রি লামিয়া জেসমিন দিঘী ১২,তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা,পলাকুড়ি- ২০২২ ইং,ফিউশন নৃত্য প্রতিযোগিতায় ক- বিভাগ থেকে ১,ম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে।
নৃত্যরং একাডেমি নওগাঁ এর ছাত্রি ফাতেমা ইলেন ১২, তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা পলাকুড়ি-২০২২ ইং,ফিউশন নৃত্য প্রতিযোগিতায় ক-বিভাগ থেকে,২য় স্থান,হওয়ার গৌরব অর্জন করেছে।
নৃত্য রং একাডেমি নওগাঁ এর ছাত্রী জাহবি জান্নাত ইরন্তি ১২তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতাশা পলাকুড়ি-২০২২ ইং,কত্থক নৃত্য প্রতিযোগিতায় ক-বিভাগ থেকে২য় স্থানহওয়ার গৌরব অর্জন করেছে।
নৃত্যরং একাডেমি নওগাঁ এর ছাত্রি সালসাবিল পারভেজ আরা১২তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতাশা,পলাকুড়ি-২০২২,ফিউশন নৃত্য প্রতিযোগিতায় ক-বিভাগ থেকে ৩য় স্থান,হওয়ার গৌরব অর্জন করেছে।
নৃত্যরং একাডেমি নওগাঁ এর ছাত্রিরা দিঘী,ঐশী, সেঁজুতি, আরা, ফাতেমা,১২তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতাশা,পলাকুড়ি-২০২২ ইং,দলীয় নৃত্য প্রতিযোগিতায় ক-বিভাগ থেকে সফলতা অর্জন করেছে।নৃত্য পরিচালনাই মোঃ সুলতান মাহমুদ ও লিজা সুলতান