সিরাজগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরনা-২ প্রকল্পের আওতায় অর্থনীতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ৩০ জন বিদেশ ফেরত অভিবাসীকে নিয়ে ৩ দিন ব্যাপি গবাদিপশু পালন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে ।
সোমবার (২৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা আইসিটি শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম,ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ ইকবাল হোসেন, সিরাজগঞ্জ সদর প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডাঃ অশীষ কুমার দেবনাথ, উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোর্শেদ আহম্মেদ।
এ সময় আরো বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়কারী মোঃ রইসউদ্দিন, জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সমন্বয় কারী মোঃ আব্দুল মাজেদ। এবং
৩ দিনব্যাপী গবাদিপশু পালন বিষয়ের প্রশিক্ষণ কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মোঃ নজরুল ইসলাম।