শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সাংবাদিক আজাদের বাবার দাফন সম্পন্ন।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ৪২৮ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

লক্ষ্মীপুরে সাংবাদিক আজাদের বাবার দাফন সম্পন্ন।


যুগান্তর-এনটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ ও যুগান্তরের রামগতি কমলনগরের প্রতিনিধি সাজ্জাদুর রহমানের বাবা হাজী আলী আহম্মদের (৯৩) বাবার দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার ২৮ মার্চ বিকেল সোয়া ৫ টার সময় নামাজের জানাযা শেষে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন গ্রামে আলী হাজী বাড়িতে পারবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানাযার নামাজ পরিচালনা করেন হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী,হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সল আহম্মেদ রতন,হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আহম্মদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,হাজিরহাট হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন,লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন,জাহাঙ্গীর আলম লিটন,কাজল কায়েস,কাজী মাকছুদুল হক,সানা উল্লাহ সানু, নাজিম উদ্দিন রানা,রুবেল হোসেন ও সোহেল রানাসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্র জানায়,হাজী আলী আহম্মদ কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

গত ৯ দিন তিনি জেলা শহরের ওয়েলকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৭ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর