নাটোরে সাপের যুদ্ধের বিরল দৃশ্য দেখতে উপছে পড়া ভীর।
ভালোবাসা অনেক দামী একটা জিনিস ভালোবাসা পেতে বা ধরে রাখতে কত কিছুই করতে হয় আমাদের,যুদ্ধ পর্যন্ত । পৃথিবীর অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে রাজ্য ও রাজকন্যার অধিকারের জন্য। শুধু মানুষকে যে যুদ্ধ করতে হয় তা নয়। প্রানীকুলেও পুরুষদের যুদ্ধে অবতীর্ণ হতে রাজ্য ও রাজকন্যা পাবার জন্য । যেমন এই দুটি ডারাশ সাপ (Oriental Rat Snake) মেতেছে যুদ্ধে।
যে যুদ্ধে জয়লাভ করবে সে পাবে সঙ্গিনীকে সাথে এলাকার অধিকার। নৃত্যের তালে চলে দুই সাপের লড়াই,কে-কাকে দাবিয়ে মাথা উচু করে রাখতে পারবে বেশিক্ষন তা দিয়ে নির্ধারণ হয় জয়ী। স্ত্রী সাপ সেই জয়ী সাপকে সঙ্গিনী হিসেবে গ্রহন করবে । আর জয়ী সাপ ও পাবে রাজ্য সহ রাজকন্যা।
এমনই বিরল দৃশ্য সোমবার দুপুরে দেখা গেছে নাটোরের নলডাঙ্গার বাঁশভাগ গ্রামে। দুটি সাপের মধ্যে “বিরল দৃশ্য”দেখার জন্য গ্রামবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তারপরই সেখানে ছুটে আসতে থাকেন কৌতূহলী মানুষ। ঘটনাস্থলে আসা কেউ কেউ এই দৃশ্যকে দুটি সাপের মধ্যে”মিলন”বলে অভিহিত করেছেন। বেশ কিছু সময় ধরে এ দৃশ্য চলে। কৌতূহলী মানুষ নিজেদের মোবাইল দিয়ে এ দৃশ্য ধারণ করে রাখেন।