ট্রাকে বালি পরিবহন কারণে রতনপুর-শিমুলঘর রাস্তার বেহালদশা।
নাসিরনগর উপজেলা সদর থেকে শায়েস্তাগঞ্জের অলিপুর প্রাণ শিল্প পার্কে প্রতিদিন বালিভর্তি ট্রাক চলাচলের ফলে মাধবপুর উপজেলার রতনপুর-শিমুলঘর সড়কের ব্যাপক ক্ষতি হলেও এসব কারো নজরে পড়ছে না।প্রতিদিন ৪০/৫০ ট্রাক ভর্তি বালি নাসিরনগর থেকে প্রাণ কোম্পানীতে পাঠানো হয় বলে জিয়া নামের এক ট্রাক চালক জানিয়েছেন।
তিনি জানান নাসিরনগর সদরের বিলাল,সাদ্দাম ও নুর আলম নামের ৩ ব্যবসায়ী কোম্পানীতে বালি সরবরাহের সাথে জড়িত।২০ টন ওজনের বালি পরিবহনের ফলে রাস্তার ক্ষতির কথা স্বীকার করে ট্রাক চালক জিয়া জানান,আমরা ভাড়ার বিনিময়ে বালি পরিবহন করে থাকি।
কর্তৃপক্ষ নিষেধ করলে আমরা এ পথে আসবো না।বালি ব্যবসায়ী নুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে নিউজ না করার অনুরোধ জানিয়ে বলেন মাধবপুরের অনেক সাংবাদিকই বিষয়টি জানেন।নাসিরনগরের সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান জানান,নুর আলম কৃষক লীগের নেতা এবং তার বাড়ি নাসিরনগরের ধনকুড়া গ্রামে।এলজিইডির মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন গ্রামীন অবকাঠামোর এসব রাস্তায় সর্বোচ্চ ১০ টন ওজন পরিবহনের নিয়ম রয়েছে।এর বেশী পারমিটেড না।তাহলে এ বিষয়টি দেখভাল করার দায়িত্ব কার এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
Post Views: 124