মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

কুলাউড়ার ভাটেরা টিলা ধসে মাটিচাপায় একসঙ্গে ৩শিশুর মৃত্যু। 

মোঃ জালাল উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ / ১৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

কুলাউড়ার ভাটেরা টিলা ধসে মাটিচাপায় একসঙ্গে ৩শিশুর মৃত্যু। 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ২৬ মার্চ দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় একটি টিলায় এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে কীভাবে সেখানে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত তিন শিশু হলো, ভাটেরা ইউনিয়নের পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে মোঃ সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে মোঃ নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল কবির (৯)।
পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান মোঃ সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় তিন শিশু পাখির বাসা দেখতে পেয়ে  টিলার গর্তে ঢুকে পড়ে। গর্তে ঢোকার পর পর মাটি ধসে পড়লে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, টিলার আশপাশে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম বলেন, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। পুরো ইউনিয়নবাসী বাকরুদ্ধ।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। আমরা নিহতের বাড়িতে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর