রামপালে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
বাগেরহাটের রামপালে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।২৬ শে মার্চ সকাল সাড়ে ৬ টার সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।এরপর সকাল ৮ টার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শীত হয়।
ডিসপ্লে প্রদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃকবীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃনূরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,সহকারী কমিশনার (ভূমি)শেখ সালাউদ্দিন দিপু ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ শামসুদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আঃ রউফ,রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ মোতাহার রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আঃ মান্নান,রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন,রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান,রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেবেকা সুলতানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ,বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৩ টার সময় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহিলাদের ক্রিড়া প্রতিযোগিতায় ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবং বিকাল ৪ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যা ৭ টার সময় উপজেলা প্রাঙ্গনে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামপাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম (বকতিয়ার),প্রভাষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল পলাশ,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাকিলা ইয়াসমিন ও রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।