রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

মাধবপুরে অপরিকল্পিত সেচ পাম্প ভসানোর কারণে পানির সংকট।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ৩৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মাধবপুরে অপরিকল্পিত সেচ পাম্প ভসানোর কারণে পানির সংকট।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষি জমিতে চলছে ইরি-বরো ধানের চাষাবাদের মৌসুম। ফলে ধানি জমিতে পানি সেচের জন্য অপরিকল্পিত ভাবে ব্যবহার হচ্ছে সেচ পাম্প।
সরেজমিন ঘুরে দেখা যায় পাম্পের মালিকরা অপরিকল্পিত ভাবে সেচ পাম্প ব্যবহার করার ফলে গভীর অগভীর নলকূপে পানি উত্তোলনে ব্যাঘাত ঘটছে। ফলে সু পেয় পানীয়ের অভাব দেখা দিয়েছে। ফলশ্রুতিতে এলাকার শিশুকিশোররা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
সুপেয় পানীয়জল সংগ্রহের জন্য বিকেল বেলা এলাকার আবাল বৃদ্ধ সহ গৃহবধূদের লাইন ধরে পানি সংগ্রহ করতে দেখা যায় পাম্প থেকে।
এ বিষয় জানতে চাইলে গৃহবধূ সম্পা রানী দাশ বলেন ” সারাদিন কল চাইপ্পা এক ফুডা পানি আয় না,কিতা করতাম। পোলাপান রেত আর পুকুরের পানি খাওয়াইতে পারি না। তাই ডিপ মেশিনে আইছি পানি নিতে।দেখা যায় বিদ্যুৎ চালিত পাম্পের পাশাপাশি তেল দিয়ে ও পাম্প চালানো হয় ।
 তেলের পাম্পের পানিতে তেল ভেসে থাকে। আর এ তেল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিভিন্নরকম রোগজীবাণু বহনকারী এ পানি পান করে মারাত্মক দুরারোগ্য ব্যাধি সহ কিডনি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয় জনস্বাস্হ্য ও প্রকৌশল বিভাগে যযোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন”এটা আমাদের আওতাধীন নয়, সেচ পাম্প এর বিষয় টি কৃষি বিভাগ দেখে ” উনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করার নির্দেশ দেন।
 উল্লেখিত বিষয়ে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা নিয়মের বাইরে পাম্প বসানোর অনুমোদন দেই না,নলকূপের থেকে সুনির্দিষ্ট দুরত্বে পাম্প বসানো হয়, বিদ্যুৎ বিভাগ ও সংযোগ দেওয়ার আগে সরজমিনে তদন্ত করে সংযোগ অনুমোদন করে। তাছাড়া ডিজেল চালিত কিছু পাম্প আছে যা আমাদের চোখ ফাকি দিয়ে পরিচালিত হয়,কিন্তু আমরা কৃষক দের ডিজেল চালিত পাম্পের সবিধা নিতে নিষেধ করি,তাছাড়া এ ধরনের অবৈধ পাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর