লক্ষ্মীপুরে ইউপি সদস্য সন্ত্রাসী হামলার শিকার।
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাসদস্য বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় সময় রসুলগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
আহত মনির মেম্বার কে ইউপি চেয়ারম্যান উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মনির মেম্বার বলেন,৪ নং ওয়ার্ডের বাসিন্দা রাব্বি ও রাকিব,ভূলু,সাইফুল,নবী সহ ২০/৩০ জন উশৃঙ্খল সন্ত্রাসী বাহিনী দিয়ে ও বিভিন্ন সময় রাব্বি বাবা গাঁজা সেবন করে পরিষদের সামনে প্রকাশ্যে আমার উপর অতর্কিত হামলা চালায়।
এই সময় তিনি আরো বলেন হামলাকারীরা সবাই ইয়াবা ও গাঁজা সেবন কারি থাকে তারা মাতাল অবস্থায় প্রাই সময় মানুষের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় কিছু না পেলে খারাপ আচরণ করে থাকে। তারা এলাকায় মোটরসাইকেল ৮০ কিঃ মিঃ স্প্রিডে চালাচ্ছে।
বিভিন্ন সময় স্কুলছাত্রী ও মাদ্রাসার ছাত্রদের ইভটিজিং ও খারাপ আচরণ করে থাকে এই সব গাঁজা সেবন কারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
তাই আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের সবাইকে বাঁধা দিলে তারা মঙ্গলবার আমার উপর সন্ত্রাসী ভাড়া করে এনে হামলা চালিয়েছে। আজ সকাল ১১.০০ টার সময় ইউনিয়ন পরিষদ সামনে প্রকাশ্যে ২০/৩০ জন উশৃঙ্খল সন্ত্রাসী বাহিনীরা জিয়াই পাইব দিয়ে আমাকে পিটায়। এই সময় আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারী ও স্থানীয়দের সহযোগিতা আমাকে জেলা হাসপাতালে ভর্তি করে।
এই বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কবির পাটোয়ারী বলেন, ইউনিয়ন পরিষদের সামনে মনির মেম্বার উপর সন্ত্রাসী হামলাকারীরা ও এলাকার চিহ্নিত গাঁজা খোর খারাপ প্রকৃতির লোক। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক মহোদয়,জেলা পুলিশ সুপার মহোদয়,সদর থানা অফিসার ইনচার্জ ,উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে লিখিত ভাবে অবগত করা হবে।