রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।
” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটি পরিবার এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা,মহিলা অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সর্বোমোট ১ হাজার ৭’শ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ।
রায়গঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ২৪ মার্চ সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র বানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে-গরীব,দুখী,অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্যে,সহযোগিতা ও সেবা দিয়ে যাচ্ছেন। যাতে গরীব,দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটানো যায় সে লক্ষ্যে এ সরকার কাজ করছেন। এ সরকার প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন,ঘুড়কা ইউনিয়নের জন্য বরাদ্দ যাতে আরো বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,এবং স্বাগত বক্তব্য রাখেন,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সরকার ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন শেখ,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান লাভু,ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (বিএ)প্রমুখ।
এ সময় ঘুড়কা ইউপি সচিব মোঃ মিজানুর রহমান , সকল ইউপি সদস্য/সদস্যরাসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীরা সহ সকল ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।