রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

অসহায় প্রতিবন্ধীর পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থা।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

অসহায় প্রতিবন্ধীর পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থা।


রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের শারিরিক প্রতিবন্ধী এনামুল হকের জন্য মালামাল সহ নতুন মুদি দোকানের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থা।

আজ শুক্রবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় সংস্থার সদস্যবৃন্দ ও এলাকাবাসির  সহায়তায় পরিবারের জন্য একটি কাঠের তৈরি একটি ঢোপ ঘর সহ প্রায় ৭৬ প্রকার নিত্যপ্রয়োজনী মুদি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করা হয় এনামুল হকেরে হাতে বানিয়া পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।

জানা যায়,সে পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের বানিয়া পাড়া গ্রামের মৃত ছইর প্রামাণিকের ছোট ছেলে এমামুল হক (৩০)। উল্লেখ্য ২০১৬ সালে এনামুল হক গাছ থেকে পড়ে মোরু ডন্ডের হাঁড় ভেঙ্গে যায়। অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি । তার পর তেকে হাঁটা-চলার ক্ষমতা হারিয়ে ফেলেন সে  বর্তমানে হুইল চেয়ারে বসে বসে দিন পার করেন।  এর পর থেকে পরিবারের উপর নেমে আসে অমানবিক দূর্ভোগ।পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তি শারিক প্রতিবন্ধী এনামুল হক । অন্য কোন উপার্জনের ক্ষমতা নাই তার। এনামুল হকের স্ত্রী হাসি বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কষ্টের সন্তানদের মুখে খাবার তুলে দেন। এনামুল হক এর দুই মেয়ে বড় মেয়ে মায়াবি খাতুন বয়স ১২ বছর ছোট মেয়ে জিনিয়া খাতুন বয়স ৮ বছর।

এ সময় দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বানিয়াপাড়া মানবিক সংস্থার সভাপতি নূরুল ইসলাম বলেন, আমরা চাই অসহায় মানুষের জন্য স্থায়ী উপার্জনের ব্যবস্থা করে দিতে সে জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা উচিৎ।

এসময় আরো উপস্থিত ছিলেন নতুন ঠিকানার পরিচালক আব্দুল মান্নাফ,সংগঠনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম,শরিফুল ইসলাম,আব্দুস সালাম,মাজহারুল ইসলাম রনি,আতিক ইসলাম,সানজিদ,রনি ইসসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর