এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাব।
এএফসি ক্লাব কমপিটিশন র্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে বিভিন্ন সদস্য দেশের ক্লাবগুলোকে খেলার সুযোগ করে দেয় এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
২০০২ ইং সালে নতুন ফরম্যাটে শুরু হওয়ার পর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের কোন ক্লাব খেলার সুযোগ পায়নি। তবে গত কয়েক মৌসুমে এএফসি কাপে বাংলাদেশের ক্লাবগুলোর পারফরমেন্স দারুন এক সুযোগ এনে দিয়েছে।
২০২৩-২০২৪ মৌসুমে বাংলাদেশের একটি দল এশিয়ান ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।বর্তমান এশিয়ান ক্লাব কমপিটিশন র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১৯.৪৫২ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে অবস্থান করছে।
এশিয়ার পশ্চিম অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১২ নম্বরে।পশ্চিম ও পূর্ব এ দুটি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চল থেকে র্যাঙ্কিংয়ের ১-১২ নম্বর পর্যন্ত সদস্য দেশগুলোকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ দেয় এএফসি।১-১০ নম্বরে থাকা দেশগুলোর ক্লাব সরাসরি গ্রুপ পর্বে ফেলার সুযোগ পায়।১১ ও ১২ নম্বরে থাকা দেশগুলোর ক্লাবকে খেলতে হয় প্রিলিমিনারি রাউন্ড অথবা প্লে-অফ।
বাংলাদেশকে প্রিলিমিনারি রাউন্ড ও প্লে-অফ পর্বের বাধা পাড়ি দিয়েই খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে।
চলমান প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সামনে দরুন সুযোগ।ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখলেই পরের মৌসুমে এএপসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। বসুন্ধরা কিংস প্রথম বারের মতো এশিয়ান ক্লাব ফুটবলের সেরা আসরে নাম লিখিয়ে ইতিহাস গড়তে পারে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন