মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

নওগাঁয় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৪ ।

মোঃ মাহবুব আলম রানা,স্টাফ রিপোর্টারঃ / ১৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

নওগাঁয় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৪ ।


নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সংবাদ সংগ্রহকালে নিহত ও আহতদের নাম বা পরিচয় পাওয়া সম্ভব হয়নি। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ২৩ মার্চ দিনগত রাত ৯ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার পত্নীতলা টু বদলগাছী সড়কের মাতাজীহাট পুলিশ ফাড়ি এলাকার পয়নারী ফিড মিল নামক স্থানে।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ রাত ১০ টারদিকে মুঠোফোনে প্রতিবেদককে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১০/১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় ওসি আজম উদ্দিন মাহমুদ আরো জানান, এখন রাত ১০ টা পর্যন্ত নিহত ৪ জন সহ আহতদের (পরিচয়) নাম বা ঠিকানা মিলেনি। উদ্ধার তৎপরতার পাশাপাশি নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে । এ তথ্যই নিশ্চিত করলেন ঘটনাস্থল থেকে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর