ছাতকে কৃষকদের মধ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন।
সুনামগঞ্জের ছাতকে কৃষক দের মধ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে। প্রান্তিক কৃষকদের মধ্যে কর্মদক্ষতা বাড়াতে এবং পতিত জমিকে চাষ যোগ্য করে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করে স্থানীয় পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার ৩০ জন কৃষকদের মধ্যে এ প্রশিক্ষন প্রদান করা হয়।
২৪ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার বি আর ডি বি“র হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রনব লাল দাসের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধানঋত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আফরুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক কামাল হোসেন। প্রশিক্ষনার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন আজহার আলী, বাবুল মিয়া,ওয়াতির আলী, ইলিয়াস আলী, আছদ্দ আলী, রং মালা বেগম, রুপনা বেগম, সাজনা বেগম, আকলুছ মিয়া,জাহির মিয়া,আব্দুল আহাদ,শফিউর রহমান, জিয়াউর রহমান, বাতির আলী, লাল মিয়া,শাহী মিয়া,নূরুল আমিন, আব্দুল আওয়াল প্রমূখ।