রাণীশংকৈলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের সদস্যরা।
বুধবার (২৩ মার্চ) রাতে উপজেলার নেকমরদ চৌরাস্তা এলাকা থেকে মহসিন আলী(৪০) নামে একজনকে ২৬টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মহসিন আলী উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি)এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে উপ-পরিদর্শক এরশাদ আলী, এএসআই নুরে আলম ও সঙ্গীয় ফোর্স অভিযানে আটক মহসিন আলীর কাছ থেকে এসময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
ইয়াবাসহ আটক মহসিন আলীর নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাতে ইয়াবা ট্যবালেট সহ মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২৪ মার্চ বৃহষ্প্রতিবার সকালে আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।