উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।
উল্লাপাড়ায় জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম এর বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২১ মার্চ সোমবার বেলা ১২ টায় জহুরা- মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে অত্র বিদ্যালয় চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ মোঃ আব্দুল বাতেন হিরু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান,অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম, সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুফ উল্লাপাড়া এর সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, মানপত্র পড়েন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আখি মনি, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহি সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, সাবেক পৌর কাউন্সিল উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দীন তালুকদার,খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম হিরা, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শামসুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মহারম আলী প্রমুখ।