শিরোনাম
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

বাঘায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

বাঘায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ।


বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আাসন গ্রহন করেন। এর পর কোরআন তেলায়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। তার পর সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা মঞ্চের সামনে আক্কাছ ভাই আক্কাছ ভাই বলে শ্লোগান দিতে থাকে। তাদের প্রতিহত করার চেষ্টা করলে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সমর্থক ও আক্কাছ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, চেয়ার ভাংচুর, কাঠের বাটাম,দেশীয় আস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়।  সংঘর্ষ চলে প্রায় প্রায় আধা ঘন্টা।
এ সময় দৌড়া দৌড়ি,ছুটা ছুটি কওে সম্মেলনে আসা আগত লোকজন সম্মেল স্থল ত্যাগ করে। সংঘর্ষে আহত হয়েছে,  একজন নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, পৌর আ’লীগের সভাপতি আব্দুর কুদ্দুস সরকার, শাহরিয়ার হোসেন,সিরাজুর ইসলাম,সাইফুর ইসলাম,মোরাদ হোসেন, লিটন ভুঁইয়া,আলম হোসেন,সুজন আলীসহ অন্তত পক্ষে ২০ জন । এর মধ্যে  সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।  ঘন্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে,সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,  রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),যুগ্ন সাধাারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
এ ঘটনায় শাহরিয়ার আলম এমপি ও আক্কাছ আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর