চায়না ইস্টার্ন এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত।
চীনের বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রবাহী বিমান ১৩২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের গুয়াংশি প্রদেশে বিধ্বস্ত হয়েছে।
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) জানিয়েছে, সোমবার (২১ মার্চ) সকালে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্থ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এ দুর্ঘটনায় বিমানটি ১৩২ জন আরোহীর মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংশির পার্বত্য এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে জঙ্গলে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি বলে ।
সিসিটিভি আরও জানায়, উদ্ধারকারী বিভাগের কর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন। উড়োজাহাজ বিধ্বস্তের কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ছয় বছরের পুরনো ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়।