উছমানপুর ইউনিয়ন জনকল্যান ট্রাস্ট ইউকের শিক্ষা উপকরণ বিতরণ।
সমাজ উন্নয়নে কাজ করার পাশাপাশি গ্রামিন জনপদের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার উন্নয়নের প্রত্যয়ে সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ করেছে উছমানপুর ইউনিয়ন জনকল্যান ট্রাস্ট ইউকে।সোমবার মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উছমানপুর ইউনিয়ন জনকল্যান ট্রাস্ট ইউকের শিক্ষা উপকরণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
ট্রাস্টের সহকারী ট্রেজারার সিনু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,অল ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া,সংগঠনিক সম্পাদক আনা মিয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নেয়ামত উল্লা,ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল। উপজেলা যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল,সিলেট মহানগর সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাছান চৌধুরী সাজন।
সেমাজ সেবক সেলিম আহমদ ও আছলম কবিরের পরিচালনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক মুক্তিকে থামিয়ে দেয়ার জন্য স্বাধীনতার সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে ছিল পাক-বাহীনির উত্তসূরিরা। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে আবার উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান পেয়ে অর্থনীতি ও শিক্ষা খাতে ব্যাপক সমৃদ্ধি অর্জন করেছে। সরকারের সকল উন্নয়নের প্রবাসীদের সহযোগিতা ও অবদান অপূরনীয়। যার ধারাবাহিকতায় নাড়ির টানে মানুষের কল্যানে কাজ করে সর্বক্ষেত্রে প্রসংশিত হচ্ছেন উছমানপুর ইউনিয়ন জনকল্যান ট্রাস্ট ইউকে‘র নেতৃবৃন্দরা।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টিরকল্যানে ট্রাষ্টের এসব কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান তারা।বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মালিক রেনু, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, উসমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: তখলিছ মিয়া, মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মঞ্জুর ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনু মিয়া, মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি সদস্য খালেদ আহমদ, যুবলীগ নেতা কামিল আহমদ, ইউপি সদস্য এম এ কাইয়ুম,উসমানপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তফাদার, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ,ইউপি সদস্য মাওলানা হাবিবুর রহমান,মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাহাজুরুল ইসলাম নোমান, শিক্ষক কাজী শাহানারা ইয়াছমিন বিনা,সুজিত দেব প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মাটি ভরাটের জন্য এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করেন সিলেট-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী ও উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, শিক্ষক ,অভিবাবক ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।