নলডাঙ্গায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণের ৬ মাসের কারাদন্ড।
নাটোরের নলডাঙ্গায় পাটুল-হাপানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক তরুণের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার(২০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পাটুল হাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ দন্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার।
দন্ডপ্রাপ্ত তরুণের নাম মিরাজুল ইসলাম অপু (১৯),তিনি উপজেলার ঠাকুর-লক্ষীকুল গ্রামের বদরউদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার বলেন,উপজেলা পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে প্রতিনিয়িত স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো,এমনকি ওই স্কুল ছাত্রীকে কু-প্রস্তাবে রাজি না হলে এ্যাসিডে ঝলছে দেওয়ার হুমকি দিতো।এমন অভিযোগে পেয়ে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে মিরাজুল ইসলাম অপু নামের তরুণকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।