পুর্নাঙ্গ উৎসব ভাতা,বাড়ী ভাড়া ও ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলীর দাবীতে মতবিনিময় সভা।
গতকাল শুক্রবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন শাহরাস্তি উপজেলা শাখা চাঁদপুরের উদ্যোগে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কার্যালয়ে শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুলে সভায় উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ এর সঞ্চালনায় মোঃ সোবাহানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুস সাত্তার স্যার সহকারী অধ্যাপক,প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএমজিটিএ সভাপতি জনাব মো ওয়ালিদ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মোহাম্মদ আরিফ ইমাম স্যার হাজিগঞ্জ উপজেলা সভাপতি জনাব মো হানজালা শাহীন স্যার, জেলা কোষাধ্যক্ষ জনাব জনাব বজলুর রশিদ স্যার, কচুয়া উপজেলা সভাপতি জনাব সাখাওয়াত স্যার বক্তাগন বিএমজিটিএ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি জনাব জহির উদ্দিন হাওলাদার স্যার ও মহাসচিব দেলোয়ার হোসেন স্যারের জেনারেল টিচার্সদের আন্দোলনের সাথে একমত প্রকাশ করেন এবং আগামী ২৫ মার্চ জেলা বিএমজিটিএ কমিটির অভিষেক ও আট দফা দাবীর আলোকে জেলার ২৫০ জন শিক্ষকদের সমাবেশ বাস্তাবায়নের প্রস্তুতিমুলক আলোচনা অংশগ্রহণ ও সহোযোগিতার জন্য পরামর্শ দেয়া হয় এবং আগামীতে জেলায় বিএমজিটিএ এর যেকোনো কার্যক্রম ও আন্দোলনের সাথে থাকার প্রয়াস করেন।
সভায় উপজেলার শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাম্রুল হাসান, বিল্লাল হোসেন স্যার, নিজাম উদ্দিন স্যার, শাকিল মাহমুদ স্যার রেজাউল করিম স্যার জান্নাতুল ফেরদৌস মেম, সেলিনা আক্তার, আবুল কালাম স্যার প্রমুখ মতামত পেশ করেন। সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি আগামী জেলা বিএমজিটিএ কমিটির অভিষেক অনুষ্ঠানে৩০ জন শিক্ষকের অংশগ্রহণের ইচ্ছা পেশ ক রে সবাইকে এক অনাড়ম্বর আকর্ষনীয় পুদিনা পাতার চায়ের আমন্ত্রন জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।