রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ।

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ।


সিরাজগঞ্জের পৌরশহর এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ১৮ মার্চ শুক্রবার দুপুরে শহীদ শেখ রাসেল শিশুপার্কের সামনে যমুনার চরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিখোঁজ স্কুল ছাত্ররা হলো সিরাজগঞ্জ পৌরসভার এসবি ফজলুল হক রোডের গোশালা এলাকার কালু সূত্রধরের ছেলে ১০ম শ্রেণির ছাত্র সকাল ও একই এলাকার উজ্জল কর্মকারের ছেলে এসএসসি পরিক্ষার্থী সন্দীপ কর্মকার নয়ন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান জানান উল্লেখিত মহল্লার ৮ স্কুল ছাত্র গোসল করতে নৌকা যোগে যমুনার চরে আসে। ৮ বন্ধু নদীর পানিতে গোসলে নামে।এক পর্যায় সাঁতার না জানায় ৪ বন্ধু পানিতে ডুবে যায়। পানিতে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা দৌড়ে এসে ২ জনকে উদ্ধার করে।কিন্তু নিখোঁজ হয় সন্দীপ ও সকাল নামের দুই স্কুল ছাত্র।

সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে। তারা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজদের উদ্ধার করতে না পেরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর