বেলজিয়ামে ছাত্রের হাতে প্রাথমিক স্কুলের শিক্ষিকা খুন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে অপমানিত হওয়ার ৩০ বছর পর ২০২০ সালে তাকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলজিয়ামের আইনজীবীরা এ তথ্য জানান।
গুন্টার উভেন্টস নামে ওই ব্যক্তি তদন্তকারীদের বলেন, ১৯৯০ এর দশকের প্রথম দিকে যখন তিনি সপ্তম শ্রেণিতে পড়তেন,তখন শিক্ষক মারিয়া ভারলিন্ডেন ক্লাসে তাকে অপমান করেছিলেন।
২০২০ সালে অ্যান্টওয়ার্পের কাছে হেরেন্টালসে নিজ বাড়িতে ৫৯ বছর বয়সী ভারলিন্ডেন বর্বর হত্যাকাণ্ডের শিকার হন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,তাকে ১০১ বার ছুরিকাঘাত করা হয়েছিল।
২০২০ সালের ২০ নভেম্বর হত্যাকাণ্ডের ১৬ মাস পর উভেন্টস তার বন্ধুর কাছে অপরাধ স্বীকার করে। পরে ওই বন্ধু বিষয়টি পুলিশকে জানান। রোববার তাকে আটক করা হয়।
স্থানীয় প্রসিকিউটর অফিস বার্তা সংস্থা এএফপিকে জানায়, উভেন্টস তার কৃতকর্মের ‘বিস্তারিত ব্যাখ্যা’ দেন, যা স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়। তিনি ওই শিক্ষকের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অপমানিত হন বলে জানিয়েছেন।
‘তিনি যা বলেছেন তদন্তে তা প্রমাণ হয় কি না,তা আমরা দেখব’,একজন আইনজীবী বলেন।
উভেন্টসকে মঙ্গলবার বিচারকের সামনে হাজির করা হয় এবং হত্যার অভিযোগে তাকে হেফাজতে রাখা হয়েছে।
বেলজিয়ান গণমাধ্যম জানায়, উভেন্টস একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। তার গৃহহীনদের সাহায্য করার জন্য পরিচিতি রয়েছে।
সূত্র : এনডিটিভি, দ্যা গার্ডিয়ান