মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।

মোঃ মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ / ১৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।


রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান উল্টে ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় রাজশাহীর নওহাটা আকবর আলীর ছোট মেয়ের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে নিজ বাড়িতে ফেরার সময় খড়খড়িয়া বাইপাস এলাকায় এলে অটো গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় ।এতে অটোর চালকসহ ৭ জন অটোর ছাঁদে থাকা আলু ভর্তি বস্তার নিচে চাপা পরে । এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় ।

যানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ এলাকার উপর আতারপাড়া গ্রামের নিহত আকবর আলীর পরিবার জনান দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আকবর আলী(৬০) ও তার ভাবী মোছাঃ পিঞ্জিরা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।

এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোঁকের ছায়া নেমে আসে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের আরোও ৫ জন আহত হয়েছে।আহতরা হলেন, অটো চালক মোঃ আলাল উদ্দিন,মিনু বেগম,আনু বেগমসহ আরোও দুই শিশু ।

এবিষয়ে আকবর আলীর বড় ছেলে মোঃ রহমত আলী বলেন, আমি ঢাকায় থাকি । গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জানতে পারি রাজশাহীর নওহাটা আমার ছোট বোনের বাসা থেকে বাড়ি ফেরার সময় আমার আব্বা ও চাচি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই খবর শুনে আমি বাড়ি চলে আসি । আজ ১৮ মার্চ শুক্রবার সকাল ৯ টায় আমার চাচির এবং সকাল ১১ টায় আমার আব্বার যানাজা সম্পন্ন হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর