মোহাম্মদনগর সঃ প্রাঃ বিঃ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিতা করা হয়েছে।
এ উপলক্ষে (১৭ই মার্চ বৃহঃবার) সকাল ১১ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের সরকারী শিক্ষক বধরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তারেক হাসনাত, সুলতান মাহমুদ।
উপস্হিত ছিলেন সৈয়দা মোকাম মাদ্রাসার শিক্ষক মাও কবির হোসাইন, সাংবাদিক শাহরিয়ার শাকিল, বিশিষ্ট্য সমাজ সেবক স্বপন আহমেদ, এ ছাড়া ও উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী চক্রবর্তি, খাদিজা বেগম, রুনা আক্তার সহ আরো অনেকে।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের নিয়ে প্রথমে জাতীয় সংগিত পরেবেশন করা হয়। ছাত্র /ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়। রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দরা পুরুষ্কার বিতরন করেন।
অতিথিবৃন্দরা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে প্রথমে এ দেশের ছাত্র/ছাত্রীদের সোনার মানুষে গড়ে উটতে হবে। এবং মেধার রাজ্যে হতে হবে সবচেয়ে জ্ঞানী। বেশি করে পড়াশুনা করতে হবে। সকলের সাথে ভালো আচরন করতে হবে। পরিশেষে সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্নার মাগফিরাত কমনা করেন