বেলকুচিতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় অভিযান পরিচালনা করে ৩৭৮০ বোতল এ্যালকোহলসহ মোজাম্মেল হক (বাবু) (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কান্দাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক (বাবু) ধুলগাগড়াখালী গ্রামের মৃত জুরান প্রমানিকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে হোমিও প্যাথিক ঔষধ বিক্রির আড়ালে এ্যালকোহল বিক্রয় করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কান্দাপাড়া বাজারে হোমিও প্যাথিক ঔষধের দোকানে বিক্রির উদ্দেশ্যে মোজাম্মেল হক বাবু এ্যালকোহল মজুদ করেছেন বলে অভিযোগ পান তারা। পরে বুধবার রাতে ওই দোকানে অভিযান পরিচালনা করে ৩৭৮০ বোতল এ্যালকোহলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৭৮০ বোতল এ্যালকোহলসহ মোজাম্মেল হক বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।