নীলফামারী ডিমলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ ( বৃহস্পতিবার) সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিমলা বিজয় চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয় ।
শ্রদ্ধাঞ্জলির পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদশর্ন শেষে পূর্নরায় বিজয় চত্বরে ফিরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে আবু সায়েম সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার (ডোমার- ডিমলা) এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান,সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখার মোঃ আানোয়ারুল হক সরকার মিন্টু,অফিসার ইনর্চাজ মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ পরিদশর্ক বিশ্বাদেব রায়, সদস্য ডিমলা উপজেলা শাখা আওয়ামী লীগ ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সুশীল সমাজ।
দিনের কর্মসূচি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।