তক্ষক উদ্ধার ও অবমুক্ত।
বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল,ঢাকা বন সংরক্ষক মোল্ল্যা রেজাউল করিমের দির্কনির্দেশনায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন”বিবিসিএফ,র সদস্য সংগঠন, ওয়াইল্ডলাইফ মিশনের সহযোগিতা
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ খুলনার জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা তন্ময় আচার্য ও বণ্যপ্রাণী পরিদর্শক জনাব রাজু আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে,বুধবার (১৬ মার্চ ২০২২) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার নকাটি ও মির্জাপুর মসজিদ সংলগ্ন স্থান থেকে তক্ষক পাচার চক্রের সদস্য সিরাজুল শেখকে তক্ষক বিক্রির সময় ৩টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়।
সিরাজুল শেখ সাতক্ষীরা তালা থানার পুটিয়াখালী গ্রামের মৃত বজলু শেখের ছেলে।অভিযান পরিচালনা কালে তক্ষক পাচার ও চোরাচালান চক্রের ৪ সদস্য পালিয়ে যায়।
এ সময়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামি সিরাজুল শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে বন কর্মকর্তা ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উদ্ধারকৃত ৩টি তক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন বাগানে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। তক্ষক উদ্ধার ও অবমুক্তের সময় ওয়াইল্ডলাইফ মিশনের পক্ষে অংশগ্রহণ করেন,সাধারন সম্পাদক রাশেদ বিশ্বাস,অর্থ বিষয়ক সম্পাদক ইউনুস আলি ও দপ্তর সম্পাদক রাকিব হোসেনসহ প্রমূখ।