নীলফামারীর ডিমলায় দোকানে বিক্রয় করা পণ্যের মূল্য তালিকা পরিপূর্ণ না থাকায় উপজেলায় তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ মার্চ ( রবিবার) দুপুরে ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনুল আবেদীন।
অভিযানে উপজেলা সদরের বাবুরহাট বাজারের তিনটি মুদির দোকানদারকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ঠিক মতো না রাখায় তাদেরকে জরিমানা করা হয়েছে। সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহোযোগিতা করেন, ডিমলা থানার এস,আই আব্দুল্লাহ আল ইমরান সহ তার সঙ্গীয় ফোর্স ও পেশকার মনিরুজ্জামান কাবুল ।