নীলফামারীর ডিমলার কৃষকরা জমি থেকে আলু তুলে বোরো ধান ও ভুট্টা রোপনে ব্যস্ত সময় পার করেছে। ১৪ মার্চ ( সোমবার) সকাল ১০ টায় সরে জমিনে দেখা যায়, বুড়ি তিস্তা নদীর পূর্বপাশ সংলগ্ন বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দর খাতা গ্রামের কৃষকেরা ডিমলা কৃষি অফিস হতে পাওয়া প্রনোদনার বিভিন্ন জাতের ধান রোপন করছে। কৃষকেরা জমিতে আলু রোপন করে সেই আলু সল্প সময়ের মধ্যে তুলে ভাল দামে বিক্রি করে এখন বোরো ধান রোপন করে একই জমিতে দুই ফসল ঘরে তুলছে।
কৃষক কদ্দে আলী জানান তিন বিঘা জমিতে কৃষি অফিস হতে পাওয়া প্রনোদনার হাইব্রীড ১২০৫ জাতের বোরো ধানের চারা রোপন করছি। আশা করি আবহাওয়া ভালো হলে ফলন আশানুরুপ হতে পারে । গত বছরও লাগিয়েছি ফলন ভালো হয়েছে। কৃষক হানিফ জানান গত বছরের চেয়ে এবারে বোরো ধানের আবাদে খরচ বেশি। ট্রাক্টরের ভাড়া, শ্রমিকের দাম, সার, কীটনাশক সহ সেচমুল্য উর্দ্ধগতি।
এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী বলেন, কৃষকেরা আমাদের প্রান। এ উপজেলার কৃষকেরা জমিতে আলু রোপন করে সেই আলু সল্প সময়ের মধ্যে তুলে বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদ করলে যেমন উপকৃত হবে তেমনি নিজেরাও লাভবান হবে।
কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবীদ সহিদুল ইসলাম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নাজমুল হক বলেন, ডিমলা উপজেলা কৃষি অফিস হইতে কৃষকদের চলতি বোরো মৌসুমে সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। স্থানীয় কৃষকেরা এ উপজেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের জনগনের খাদ্য চাহিদা পুরন করতে সক্ষম হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করবে।