রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে চাচার ছুরকাঘাতে ভাতিজা আহত।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ৩১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

ওসমানীনগরে চাচার ছুরকাঘাতে ভাতিজা আহত।

সিলেটের ওসমানীনগরে চাচার ধারালো ছুরিকাঘাতে এমদাদুল হক বাপ্পি(২৮) নামে একজন গুরুত্বতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এসময় নিজ সন্তানকে বাঁচাতে গিয়ে লিপি বেগম (৫০) আহত হন । সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার গ্রাম তাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত লিপি বেগম জানান, জায়গা সংক্রন্ত বিষয় নিয়ে উপজেলার তাজপুর ইউনিয়নের গ্রাম তাজপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র এমদাদুল হক বাপ্পির সাথে তার চাচা আছাদ মিয়ার বিরোধ রয়েছে। এর জের ধরে সোমবার দুপুর দুইটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছেলে এমদাদুলের উপর ছুড়ি দিয়ে এলাপাতাড়ি হামলা চালায় তার চাচাসহ তিন চারজন লোক। তাদের ধারারো ছুড়িকাঘাতে আমার ছেলের হাতে ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এসময় ছেলেকে বাঁচাতে আমি  আসলে আমাকেও মারপিট করা হয়।  পরে আমরা ৯৯৯ এ কল দিলে হামলাকারীরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এই বিষয়ে আজাদ মিয়া বলেন, আমার গাছের আমের মুকুল নিতে বাড়ির কাজের লোককে বলে বাপ্পি। না দেয়ার কারণে কাজের লোককে অকথ্য ভাষায় গালগালাজ করতে থাকে। একসময় আমি ঘর থেকে বের হলে সে আমাকে মারার উদ্যেশ্যে তেরে আসে। এসময় তার হামলায় আমি আহত হয়ে প্রান রক্ষার্থে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেই। এ ব্যাপারে আমি থানায় মামলা দায়েরের প্রস্থতি নিচ্ছি।
ওসমানীনগর থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর