ধর্ষণ মামলার আসামী রজত ধর ভারতে পালানোর সময় গ্রেপ্তার।
ধর্ষণ মামলা ও গ্রেফতারের হাত থেকে নিজেকে রক্ষার জন্য ভারতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না প্রধান আসামী রজত ধরের।
র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযোক্তির সাহায্যে সিমান্ত এলাকার চাতলাপুর বর্ডার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামী রজত ধর। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় মৌলভীবাজারের কমলঞ্জের চাতলাপুর থেকে ধর্ষণ মামলার আসামি রজত ধরকে আটক করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। আটক রজত ধর উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সুত্র জানায়, আটক রজত ধরের বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় কমলগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। জনা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক পিতা তার প্রতিবন্ধী মেয়ে (২৫)কে অভাবের কারণে রজত ধরের বাড়ীতে বিগত ১০ মাস আগে কাজে দেন।
কিছুদিন পর রজত ধর প্রতিবন্ধি মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়।
এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের হয়।