মহিপুরে সশস্ত্র হামলা-আহত ৪।
পটুয়াখালীর মহিপুরে তিন কলেজ পড়ুয়াসহ অন্তত ৪ জনকে আহত করেছে ইসমাইল বাহিনীর সদস্যরা। গতকাল রাত সাড়ে সাতটার দিকে আলীপুরে তুচ্ছ ঘটনায় সশস্ত্র হামলার ঘটনার সৃষ্টি। থ্রি পয়েন্টে সিসি ক্যামেরায় ধারনকৃত এ হামালার দৃশ্য এসে পৌছেছে গণমাধ্যম কর্মীদের হাতে। যাতে ধরা পড়েছে নির্মম নির্যাতনের চিত্র। শতাধিক মানুষের উপস্থিতিতে এ সশস্ত্র হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত কলেজ শিক্ষার্থী ছাব্বির, শোহানুর ,আবুল বাশার ও ব্যবসায়ী আবুতোহাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান,অপরাধিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।