তাজপুর ইউপিকে নান্দনিক ইউনিয়নে রুপান্তরের অঙ্গিকার।
সকল স্তরের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুনীর্তি এবং অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্থবায়নে সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নকে ডিজিটাল নান্দনিক ইউনিয়নে রুপান্তরের অঙ্গিকার করেছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।
গত ৩ মার্চ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহনের পর মঙ্গলবার দায়িত্ব গ্রহন পরবর্তী সুধি সমাবেশে এমন প্রত্যয় ব্যাক্ত করেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। তাজপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের দ্বায়িত্ব গ্রহনকে ঘিরে মঙ্গলবার সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা ও নবীনদের বরণ অনুষ্টানসহ আয়োজন করা হয় দোয়া মাহফিলের। দোয়া মাহফিল পূর্ববর্তী সভায় সভাপতিত্ব করেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।
এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, তাজপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী,উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, সমাজসেবী আশরাফ মিয়া সিরাজ, ফারুক জাহাঙ্গির, ইউপি সদস্য আব্দুর শুকুর, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহনসহ আরও অনেকে।সভায় বক্তারা বলেন, উপজেলা সদরের নিকর্টবর্তী ইউনিয়ন হওয়ার পরও বিগত সময়ের নানা প্রতিক’লতার কারনে তাজপুর ইউনিয়ন পরিষদ আজ অবহেলিত অবস্থায় রয়েছে।
প্রতিষ্ঠাকালিন সময়ের সেই জরার্জীর্ন ভবণে দাপ্তরিক কাজ চলমান রয়েছে। নির্বাচনে হার জিত বড় কথা নয়। উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে সম্মেলিত ভাবে কাজ করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ঝলক পালের দক্ষ্য নেতৃত্বে তাজপুর ইউনিয়ন পরিষদে আধুনিক ভবন নির্মানসহ সবক্ষেত্রে উন্নয়নের প্রত্যাশা করেন তারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সুষ্ট ভাবে দ্বায়িত্ব পালন কামনাসহ দেশ ও জাতির উন্নতি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানের তাজপুর ইউনিয়নের সাবেক ও নবনির্বাচিত সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
Post Views: 128