শাপলাপাতা মাছ বিক্রির অপরাধে মামলা।
বিলুপ্তপ্রায় শাপলাপাতা মাছ বিক্রির অপরাধে বাগেরহাটে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার(৮ মার্চ) দুপুরে বাগেরহাট দড়াটানা নদী সংলগ্ন কেবি মৎস্য আড়তে বিলুপ্তপ্রায় শাপলাপাতা মাছ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা মোঃ বেলায়েত হোসেনের নির্দেশে রেঞ্জার নুরুজ্জামান শেখ এর নেতৃত্বে BNWPC বাগেরহাটের বন্যপ্রাণী সুরক্ষা কর্মী মেহেদী হাসান ও এনিম্যাল লাভারস অফ বাগেরহাটের সদস্য আল্লামা ইকবালসহ বন বিভাগের বনকর্মী বাহিনী প্রায় ১৫৭ কেজি ওজনের ৪টি বিলুপ্তপ্রায় বড়দাগী বাঘা শাপলাপাতা মাছসহ বিক্রেতা জাকির সরদার ও অটো চালক সজন গামাকে আটক করে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের অফিসে আনা হয়।
পরে তাদের নামে বন্যপ্রাণী আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয় এবং খুলনা কেসিসি মৎস্য বাজারের আমিনিয়া ও আজমীর ফিস ট্রেডার্স মালিকের নামেও মামলার প্রস্তুতি নেয়া হয়।
সূত্রে জানা যায়,শাপলাপাতা মাছ বিক্রির অপরাধে বাগেরহাটে এটিই প্রথম মামলা। এর পূর্বে সংশ্লিষ্ট আড়ৎ ও মাছ বিক্রেতাদের সাথে বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু,বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার কর্মকর্তা আব্দুল্লাহ আস সাদিক, বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র BNWPC বাগেরহাটের সভাপতি ডাঃ মোশাররফ হোসেন ও স্বেচ্ছাসেবক এবং বন বিভাগের পক্ষ থেকে মতবিনিময় করা হয় ও বাগেরহাটের বিভিন্ন মাছ বাজারে মাছ বিক্রেতাদের মাঝে সতর্কীকরণ লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়।